জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে প্রতিষ্ঠিত মাদারগঞ্জ আর এন ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার অত্র প্রতিষ্ঠানের আয়োজনে প্রতিষ্ঠান মাঠে দিনব্যাপি চলে এ অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের আয়োজনে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় মাদারগঞ্জ আর এন ক্যাডেট একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউসুফ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান । অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর । শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর জেলা সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুজন, অত্র প্রতিষ্ঠানের সহ সভাপতি মোঃ শফিকুল হাসান সোনা প্রমুখ। এসময় শিক্ষক কর্মচারী,শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন