![]() |
\ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে, কেউ কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অদক্ষ চালক, ট্রাফিক আইন না মানা এবং রাস্তার দুর্বল অবকাঠামো—এসব কারণে সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন ও সচেতনতা কার্যক্রম চালানো হলেও বাস্তব চিত্র খুব একটা পরিবর্তন হয়নি। ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের পর নতুন সড়ক পরিবহন আইন প্রণয়ন করা হলেও তার যথাযথ প্রয়োগ এখনো হয়নি। অনেক চালকের বৈধ লাইসেন্স নেই, যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতির কারণে অসাধু পরিবহন মালিক ও শ্রমিকরা দায়মুক্তি পেয়ে যাচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবার আগে প্রয়োজন আইনের কঠোর বাস্তবায়ন। চালকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে হবে, এবং সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি, জনগণের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন মনে করে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং নাগরিকদেরও সচেতন হতে হবে। আইনের যথাযথ প্রয়োগ, পরিবহন খাতের শৃঙ্খলা ফেরানো এবং জনসচেতনতা বৃদ্ধি করতে পারলেই আমরা সত্যিকার অর্থে নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারবো।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন