![]() |
\ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
বাংলাদেশের শহরগুলো দ্রুত বর্ধিত হচ্ছে, কিন্তু সঠিক নগর পরিকল্পনার অভাবে শহরবাসীদের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়ছে। যানজট, বায়ুদূষণ, অপরিকল্পিত আবাসন, জলাবদ্ধতা, অপর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা এবং সবুজ জায়গার অভাব—এসব সমস্যা ক্রমেই নগরজীবনকে দুঃসহ করে তুলছে।
ঢাকা, চট্টগ্রামসহ দেশের প্রধান শহরগুলোতে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ, জলাশয় ভরাট এবং জনসংখ্যার অতি ঘনত্ব বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। উন্নত শহরের অন্যতম বৈশিষ্ট্য হলো পর্যাপ্ত খোলা জায়গা, সুপরিকল্পিত রাস্তা, পরিচ্ছন্ন পরিবেশ ও নাগরিক সুবিধা। কিন্তু আমাদের শহরগুলোতে এসবের অভাব প্রকট।
এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। শহরের বর্ধিত জনসংখ্যার চাপ সামলাতে বিকেন্দ্রীকরণ করতে হবে, যাতে শুধু কয়েকটি প্রধান শহর নয়, সারা দেশে উন্নয়নের সুষম বিস্তার ঘটে। যানজট নিরসনে গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা রোধে জলাশয় সংরক্ষণ এবং দূষণ কমাতে পরিবেশবান্ধব নীতিমালা বাস্তবায়ন জরুরি।
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন মনে করে, টেকসই নগরায়নের জন্য পরিকল্পিত ও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, নাগরিকবান্ধব ও পরিবেশসম্মত শহর গড়ার জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর নিশ্চিত করা যায়।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন