নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ মে) দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় গেইটপাড় টু পাঁচরাস্তা মোড় অবরোধ করে এ আন্দোলন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সরকার আমাদের ৫ হাজার করে টাকা উপবৃত্তি দেয়। এবারও টাকা এসেছে। ২২৯ জনশতাধিক শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৭ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেলেও বাকি শিক্ষার্থীরা এখনও উপবৃত্তির টাকা দেওয়া হয় নি । বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সুরাহা হয়নি বলে জানান তারা।
এসময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী মারুফ আনোয়ার, ইসমাইল হোসেন প্রান্ত ও লিয়ন হাসান।
এ ব্যাপারে জানতে চাইলে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এর সহকারী কোর্স সমন্বয়কারী খাইরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের ইউজার আইডি হ্যাক হওয়ার কারণে ২২৯ জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৭ জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে বাকি ২২২ জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা জমা হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন