সতর্কবার্তা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


সম্প্রতি “সত্যের সন্ধানে দেওয়ানগঞ্জ প্রতিনিধি” নামে একটি ফেসবুক আইডি খোলা হয়েছে, যা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা কিংবা আমাদের দেওয়ানগঞ্জ প্রতিনিধি-র সঙ্গে কোনো সম্পর্ক নেই। উক্ত আইডিটি সম্পূর্ণভাবে একটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতারণামূলক প্রচেষ্টা, যার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ব্যক্তিগত বা আর্থিক ক্ষতি সাধনের চেষ্টা করা হতে পারে। পত্রিকার নাম ব্যবহার করে কেউ যদি এই ভুয়া আইডির মাধ্যমে আর্থিক লেনদেন, প্রতিনিধিত্ব দাবি, বা তথ্য সংগ্রহের চেষ্টা করে, তাহলে তা সম্পূর্ণভাবে অবৈধ এবং নিন্দনীয় কার্যকলাপ হিসেবে বিবেচিত হবে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, এই ভুয়া আইডির মাধ্যমে পরিচালিত যেকোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা বা আমাদের দেওয়ানগঞ্জ প্রতিনিধি বহন করবে না। আমাদের পত্রিকার দেওয়ানগঞ্জ উপজেলার একমাত্র বর্তমান অনুমোদিত প্রতিনিধি হলেন সাংবাদিক তারেক মাহমুদ। তিনি ছাড়া অন্য কেউ নিজেকে “দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন” এর দেওয়ানগঞ্জ প্রতিনিধি বলে পরিচয় দিলে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। পত্রিকার সাথে সংযুক্ত আমাদের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিম্নরূপ:

অফিসিয়াল ফেসবুক আইডি: https://facebook.com/TheDailySotyerSondhaneProtidinee 

অফিসিয়াল ফেসবুক পেইজ: 

facebook.com/TheDailySotyerSondhaneProtidin, 

facebook.com/DSSProtidin,  

অফিসিয়াল ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/dssprotidin

আমরা সকল সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, অনুগ্রহ করে উক্ত ভুয়া আইডির কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকুন। কেউ যেন প্রতারণার শিকার না হন। কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আমাদের অফিসিয়াল মাধ্যম অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। এই সতর্কবার্তা প্রকাশের মূল উদ্দেশ্য হলো — আপনাকে বিভ্রান্তি থেকে রক্ষা করা এবং সাংবাদিকতার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা।


ধন্যবাদান্তে,

বার্তা সম্পাদক

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)