বাঁশচড়ার ভুমিহীন আছিয়া বেগম পেলো সদর উপজেলা প্রশাসনের গরু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

ছাইদুর রহমান \ 
জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়নের বটতলা গ্রামের খোশ মাহমুদের স্ত্রী বিধবা ও ভুমিহীন আছিয়া বেগম বসবাস করতেন ওই গ্রামের গোরস্থান সংলগ্ন একটি জঙ্গলে। স্বামী খোশ মাহমুদ মারা যাবার পর তার কষ্টের কোনো সীমা ছিল না। অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন আছিয়া। তার এমন দুর্দশার কথা জানতে পেরে সহায়তার হাত বাড়িয়ে দেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী। বুধবার ইউএনও মহোদয় আছিয়ার হাতে তুলে দেন একটি গরু। সেই সাথে প্রদান করেন টিন ও নগদ টাকা। এছাড়াও আছিয়ার খাবারের ব্যবস্থা করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়ার পাশে দাঁড়ানোয় এলাকাবাসী এমন মানবিকতার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)