জামালপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের আলোচনা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক \ 
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন এর সহযোগিতায় জামালপুর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনায় ২০২৫-২৬ এর ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের আলোচনা সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও গেইন এর প্রোগ্রামার সামিহা ইসরাত সিলভার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজেদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, স্বাস্থ্য সহকারীগণ, শিক্ষক, ইমাম ও গনমাধ্যম কর্মী। অনুষ্ঠানে স্বাস্থ্য অভ্যাস পরিবর্তনসহ বিভিন্ন দিকতুলে ধরে আলোচনা করা হয়। সেই সাথে শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহের জন্য বাড়ীর আঙ্গিনায় পুষ্টি বাগান ও প্রাণী সম্পদের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য বলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)