শেরপুর প্রেসক্লাব আয়োজনে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কবিতা পাঠ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।

শেরপুর প্রেস ক্লাব ১৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা পাঠ আলোচনা ও পুরস্কার বিতরণ আয়োজনের মধ্যে চলে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। সেই ধারাবাহিকতায় ৬ জুলাই বিকাল চার ঘটিকায় শেরপুর প্রেস ক্লাব মিলনায়তন ও উৎসব কমিউনিটি সেন্টারের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর সাংবাদিক কল্যাণ সংস্থা শেরপুর কর্তৃক প্রায় দুই শতাধিক প্রতিযোগীকে একটি করে গাছ বিতরণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ সভাপতি মগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক নাঈম হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন আজকে সম্পাদক কার্যকরী সদস্য হোসাইন আহমেদ মোল্লা, কাজী মাসুম, সুলতান আহমেদময়না, সাইফুল ইসলাম মানিক সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এর পর রাত ৮ টায় শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। সে সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইওয়া স্টেট ইউনিভার্সিটি আমেরিকা, অধ্যাপক শফিউল আজম শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ এর সহযোগী অধ্যাপক ড.আব্দুল আলিম তালুকদার,শিবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জ্যোতি পোদ্দার, নবারুন পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গাংচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কবি প্রভাষক সালমা শৈলী, প্রভাষক আজাদ সরকার, নুরুল ইসলাম নাযীফ,কবি ও সাংবাদিক শামীম মিয়া, মোহাম্মদ খালিদুর রহমান আরো অন্যান্য কবি সাহিত্যিক গন উপস্থিত ছিলেন। শেরপুর প্রেসক্লাব আয়োজনে মনমুগ্ধকর কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)