শেরপুরে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রচারণামূলক সভা অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0

সুলতান আহামেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 
শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’ উপলক্ষ্যে একটি প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, “নতুন কুঁড়ি শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম। জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রাজা, জেলা জামাত ইসলামীর শুরা সদস্য আলহাজ্ব জাকারিয়া আব্দুল বাতেন ,জেলা ক্রীড়া অফিসার সহ অন্যান্য জেলা ও সদর উপজেলার কর্মকর্তাগণ ।

সভায় সিদ্ধান্ত হয়, শেরপুর জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিভাবান শিশু-কিশোরদের তালিকা প্রণয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

বাংলাদেশ টেলিভিশনের এই সিগনেচার অনুষ্ঠানকে ঘিরে শেরপুর জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)