শেরপুরে গোয়েন্দা অভিযানে ৬১০ বোতল ভারতীয় মদ ও পিকআপ জব্দ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি  ।।
শেরপুর জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি মদ জব্দ করা হয়েছে। পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম-এর নির্দেশনায় ইন্সপেক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম খান নেতৃত্বে ২৮ আগষ্ট ভোর ৩টা ৪৫ মিনিটে সদর উপজেলার বাজিতখিলা এলাকায় এমএস এন্টারপ্রাইজের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৬১০ বোতল ভারতীয় মদসহ একটি নীল রঙের পুরাতন পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন-১২-৯৯৯৯) জব্দ করা হয়।
জব্দকৃত মদের মধ্যে ছিল Magic Moment ৪৫ বোতল (প্রায় ১৬.৮৭৫ লিটার; আনুমানিক মূল্য ৬৭,৫০০ টাকা), Ice Vodka ৩৭৫ মিলি ২২ বোতল (৮.২৫ লিটার; মূল্য ৩৩,০০০ টাকা) ও ৭৫০ মিলি ২২ বোতল (১৬.৫ লিটার; মূল্য ৬৬,০০০ টাকা), Iconiq White ৩৭৫ মিলি ১৭৮ বোতল (৬৬.৭৫ লিটার; মূল্য ২,৬৭,০০০ টাকা) ও ৭৫০ মিলি ৯৭ বোতল (৭২.৭৫ লিটার; মূল্য ২,৯১,০০০ টাকা), Royal Stag ৩৭৫ মিলি ৪৪ বোতল (১৬.৫ লিটার; মূল্য ৬৬,০০০ টাকা) ও ৭৫০ মিলি ২৭ বোতল (২০.২৫ লিটার; মূল্য ৮১,০০০ টাকা), McDowell’s ৭৫০ মিলি ৬০ বোতল (৪৫ লিটার; মূল্য ১,৮০,০০০ টাকা) ও ৩৭৫ মিলি ৯৩ বোতল (৩৪.৮৭ লিটার; মূল্য ১,৩৯,৫০০ টাকা) এবং Royal Green ৩৭৫ মিলি ২২ বোতল (৮.২৫ লিটার; মূল্য ৩৩,০০০ টাকা। মোট জব্দকৃত মদের পরিমাণ আনুমানিক ৩০৬ লিটার ও মোট বাজারমূল্য প্রায় ১২ লাখ ২৪ হাজার টাকা হিসেবে হিসাব করা হয়েছে।
পুলিশ জানায়, জব্দকৃত মালামাল ও যানযন্ত্র হাতিয়ে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত ও পরবর্তী ব্যবস্থার তথ্য পরে জানানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)