২৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের ৫৭ নং খড়িয়া কাজির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুন্নবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের।
নারী সমাবেশে বক্তারা তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং গুজব প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন সমস্যার উপর জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুই শতাধিক নারী ও শিশু অংশগ্রহণ করেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন