জামালপুর সদরে ৭০ কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মোঃ সাইদুর রহমান সাদী \ 
জামালপুর সদর উপজেলা প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ এমদাদুল হক। কর্মসূচির আওতায় ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রতি জনকে ৫ কেজি মাসকালাই বীজ ও ১০ কেজি সার প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার জানান, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকরা মাসকালাই চাষে উৎসাহিত হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে কৃষকরা এ ধরনের সরকারি সহায়তায় আনন্দ প্রকাশ করে সময়মতো কৃষি উপকরণ বিতরণের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)