শেরপুরে ইসকন নিষিদ্ধ ও উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫ খ্রি.) বাদ জোহর শহরের ৪ খানা মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ শেরপুর জেলা শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের টিএন্ডটি এলাকা থেকে বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুহিদুল্লাহ মাদানীকে অপহরণ, আইনজীবী আলিফ হত্যাকাণ্ড এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে জড়িত কথিত ধর্মীয় সংগঠন ইসকন দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। এসময় তারা দেশবিরোধী ষড়যন্ত্রের হোতা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা ও সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।
বক্তারা আরও বলেন, "ইসকন জঙ্গী স্বৈরাচারের সঙ্গী হয়ে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। ইসলাম ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত এই সংগঠনের কার্যক্রম দ্রুত নিষিদ্ধ না হলে কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।"
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন