ঝিনাইগাতীতে জমি ও সুদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত-৫

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি \ 
শেরপুরের ঝিনাইগাতীতে জমি-সংক্রান্ত বিরোধ ও সুদের টাকার লেনদেনের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মরিচফুল বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরিচফুল বেগম একই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকলিমা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, বিধবা মরিচফুল বেগম দীর্ঘদিন ধরে সুদে টাকা ধার দিয়ে সংসার পরিচালনা করতেন। প্রতিবেশী কালাম মিয়া কিছুদিন আগে তার কাছ থেকে সাড়ে এক লাখ টাকা ধার নিলেও তা ফেরত দিতে টালবাহানা করে আসছিলেন। পাশাপাশি গ্রামের যাতায়াতের রাস্তায় স্থাপিত একটি খোলা টয়লেট নিয়ে মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে কালাম, ফরিদ, জয়নাল ও বাবুল সরকার গংদের বিরোধ চলছিল।এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। এসময় ফরিদ ও কালামের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ উঠে। ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে মারা যান মরিচফুল বেগম। সংঘর্ষে আহত হন জসমত আলী (৪৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৭), সুমন মিয়া (১৯) ও হুজুরা বেগম (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে জসমত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উপল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।”এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, “জমি ও সুদের টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে অভিযুক্তদের মধ্যে এক নারীকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।” হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ টহল জোরদার করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)