‘দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’-এর চীফ ফটোগ্রাফার শাহাবুল আকন্দ জীবিত \ ভুয়া মৃত্যুর খবর ভিত্তিহীন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শাহাবুল আকন্দ
মোঃ সাইদুর রহমান সাদী \
জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার চীফ ফটোগ্রাফার, জামালপুরের প্রবীণ ফটো সাংবাদিক শাহাবুল আকন্দ বর্তমানে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, উত্তরা (জসীম উদ্দিন শাখা)-এর ৩০২ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্নায়ুরোগ ও মেডিসিন বিভাগের অধ্যাপক এবং নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মোমেনুজ্জামান খানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। শাহাবুল আকন্দের ছেলে রাব্বি বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে পপুলার হসপিটাল থেকে আমি আমার উত্তরার বাসায় বাবাকে নিয়ে চলে আসছি । এখন আপনাদের দোয়ায় আমার বাবা সুস্থ আছে।
এদিকে, কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন তার পরিবার ও সহকর্মীরা।
‘দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’-এর সম্পাদক ও প্রকাশক, সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা শাহাবুল আকন্দের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং গুজব রটনাকারীদের এসব ভিত্তিহীন প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)