শেরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে সেনা কল্যাণ সংস্থা — মতবিনিময় সভায় আশ্বাস

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর জেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) নকলা উপজেলার নারায়ণখোলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার কার্যালয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড ময়মনসিংহ বিভাগের সচিবের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচিব জানান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণে সরকার ও সেনা কল্যাণ সংস্থা কাজ করছে এবং করে যাবে। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পাশাপাশি তাঁদের স্ত্রী ও পরিবার সদস্যরাও চিকিৎসা সুবিধার আওতায় আসবেন। জটিল রোগ যেমন—কিডনি, ক্যান্সার, হার্টের অসুস্থতা ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মতো চিকিৎসার ক্ষেত্রে সেনা কল্যাণ সংস্থা বিশেষ সহায়তা প্রদান করে থাকে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হয় বলেও জানান তিনি।এছাড়াও তিনি জানান, সশস্ত্র বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয় এবং নিকটস্থ সেনা ক্যাম্পে জানালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।শিক্ষা ক্ষেত্রে অবদান তুলে ধরে তিনি বলেন, অবসরপ্রাপ্ত সদস্যদের মেধাবী সন্তানদের জন্য ষষ্ঠ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেধাভিত্তিক বৃত্তি এবং বিশেষ সহায়তা অব্যাহত রয়েছে। এছাড়া সেনা কল্যাণ সংস্থা কর্তৃক চাকরির সুযোগ সৃষ্টি ও পণ্য বিপণনের জন্য এজেন্ট নিয়োগ করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জেলা সমন্বয়ক সার্জেন্ট বখতিয়ার। তিনি কিছু দাবি তুলে ধরে বলেন—
ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে ব্যবস্থা চালু করতে হবে
ডিসপেনসারিতে প্রত্যেক সদস্যকে এক মাসের ওষুধ সরবরাহ করতে হবে
পেনশন ভাতা বৃদ্ধি বা বিকল্প হিসেবে রেশন সুবিধা চালু করতে হবে
রেশন না হলে কমপক্ষে মাসিক ৩,০০০ টাকা রেশন ভাতা প্রদান করতে হবে
এ সময় আরও উপস্থিত ছিলেন— শেরপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি সার্জেন্ট আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক এ বি সুলতানা আহমেদ, সহ-সভাপতি সার্জেন্ট আতাউর রহমান, উপদেষ্টা বিমানবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার বেলায়েত হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সেলিম চৌধুরী, কর্পোরাল সুরুজ মিয়া, নকলা উপজেলা সভাপতি আবু ইলিয়াসসহ বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সামরিক সদস্য।সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যরা অবসরের পরও যেন সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সেজন্য কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)