জামালপুরে নকল ও ভেজাল ঔষধ প্রতিরোধে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
দিগপাইত প্রতিনিধি \ 
জামালপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি (বিসিডিএস) দিগপাইত শাখার উদ্যোগে “নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার” বিষয়ক জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আজ ২২ অক্টোবর বুধবার সকাল ১১টায় ছোনটিয়া বাজারের মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার ঔষধ তত্ত্বাবধায়ক ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা রনী চন্দ্র গোপ। সভায় সভাপতিত্ব করেন দিগপাইত বিসিডিএস এর সভাপতি এ কে এম শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান সোহেল, জামালপুর জেলা বিসিডিএস এর সভাপতি মোঃ রমজান আলী রন্জু, জামালপুর ডক্টর জেনারেল হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাহবুবুর রহমান মহব্বত এবং জামালপুর সিটি মেডিকেল এর স্বত্বাধিকারী মোঃ মশিউর রহমান সাইদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিগপাইত বিসিডিএস এর সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন ফারক। সভায় আরও উপস্থিত ছিলেন দিগপাইত দুবাই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল হক, দিগপাইত নাছিমা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রেজাউল ইসলাম শুভ সহ জামালপুর দক্ষিণের দিগপাইত ও রশিদপুর ইউনিয়নের বিভিন্ন ফার্মেসির ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা সভায় এন্টিবায়োটিকের সঠিক ও যৌক্তিক ব্যবহার, নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং জনসাধারণকে সচেতন করার গুরুত্ব তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)