শেরপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই সম্পন্ন : চ্যাম্পিয়ন শ্রীবরদী, রানার্স আপ নকলা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে শেরপুর শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় দল গঠন এবং মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি তরুণ ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, "খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ জীবনধারা গড়তে সাহায্য করে। নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমেই প্রতিভা বিকাশ সম্ভব। শেরপুরের ফুটবলের ঐতিহ্য আরও উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসতে হবে।"অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নত আলী এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মনি।মোট পাঁচটি উপজেলা ও সদর পৌরসভা থেকে আসা ১১১ জন ফুটবলার অংশ নেয় এ বাছাই পর্বে। উপজেলা ও পৌরসভাভিত্তিক মোট ছয়টি দল গঠন করে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শ্রীবরদী উপজেলা দল এবং নকলা উপজেলা দল। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় লাভ করে শ্রীবরদী উপজেলা দল। ফলে চ্যাম্পিয়ন হয় শ্রীবরদী উপজেলা দল এবং রানার্স আপ হয় নকলা উপজেলা দল।ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে ৩০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তাঁদের মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং সেখান থেকে ৬ থেকে ৮ জন প্রতিভাবান খেলোয়াড়কে বিভাগীয় পর্যায়ে প্রেরণ করা হবে।খেলোয়াড় বাছাইয়ে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য জিন্নত আলী, সৈয়দ রবিউল করিম মনি, আব্দুল মান্নান, শেখ হিমন এবং আবু রাসেল রাজন। প্রতিযোগিতা মাঠসম্যাপ্ত হলেও আয়োজকদের প্রত্যাশা—এই আয়োজন থেকেই আগামী দিনের জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি হবে শেরপুর থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)