শেরপুরে শাহীন শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত : ৯০৮ শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো এ বছরের বৃত্তি প্রতিযোগিতা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে শাহীন শিক্ষা পরিবার (SEF Foundation)-এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে শেরপুর শহরের মাধবপুরে শাহীন স্কুল শেরপুর শাখা প্রাঙ্গণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজনে ছিল শাহীন শিক্ষা পরিবার, শেরপুর শাখা ও সজবরখিলা শাখা। জেলার প্রায় সব স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। মোট ৯০৮ জন শিক্ষার্থী এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নেয়—এর মধ্যে প্রথম শ্রেণিতে ২৩৭ জন, দ্বিতীয় শ্রেণিতে ১৩৫ জন, তৃতীয় শ্রেণিতে ১৪৭ জন, চতুর্থ শ্রেণিতে ১৬৮ জন এবং পঞ্চম শ্রেণিতে ১৯১ জন।
বৃত্তি পরীক্ষার বিষয়ভিত্তিক মান বণ্টন ছিল ইংরেজি ৪০, গণিত ৩০, বাংলা ২০ এবং বুদ্ধিমত্তা ১০ নম্বর। সকাল ৯টা থেকে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়—প্রথম শিফটে ৪র্থ ও ৫ম শ্রেণি, এবং দ্বিতীয় শিফটে ১ম, ২য় ও ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক চেতনা জাগ্রত করতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার দুপুর ১২টায়।
পুরস্কারের ধরন
১ম পুরস্কার: নগদ ৫,০০০ টাকা (১ম–৪র্থ শ্রেণি), সার্টিফিকেট ও ক্রেস্ট
২য় পুরস্কার: নগদ ৩,০০০ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট
৩য় পুরস্কার: নগদ ১,০০০ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট
৫ম শ্রেণির জন্য বিশেষ পুরস্কার: ১টি কম্পিউটার সেট, সার্টিফিকেট ও ক্রেস্ট
৪র্থ থেকে ১০ম স্থান পর্যন্ত: ৫০০ টাকার প্রাইজবন্ড
এছাড়াও প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে “মোস্ট ও মহামূল্যবান” সার্টিফিকেট প্রদান করা হবে।
ফলাফল প্রকাশের পর উৎসাহমূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করা হবে বলে জানিয়েছে শাহীন শিক্ষা পরিবার কর্তৃপক্ষ। ক্যাম্পাস: শাহীন স্কুল, মাধবপুর (জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন), শেরপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)