“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর ২০২৫) সারাদেশের মতো শেরপুরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা।
দিনের কর্মসূচির মধ্যে সকাল ১০:৩০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। এরপর সকাল ১০:৪৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে সকাল ১১:০০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির দায়িত্ব পালন করেন মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. আবুল হাসান (কালেক্টর মসজিদ, শেরপুর) এবং গীতা পাঠ করেন প্রণব চন্দ্র ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার।
স্বাগত বক্তব্য প্রদান করেন সাহাদত হোসেন, জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত), শেরপুর।
সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহাম্মদ মহসিন আলী আকন্দ, নন্দ সাহা (কাকলি বহুমুখী সমবায় সমিতি), মুহিববুর রহমান, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা, সৈয়দ মিজানুর রহমান সোহেল, সম্পাদক, প্রত্যাশা সঞ্চয় বহুমুখী সমবায় সমিতি লি., সাজেদা পারভীন ঝিনুক, সভাপতি, ভূনির্ভর কৃষি সমবায় সমিতি লি. এবং মিজানুর রহমান, সভাপতি, গ্রাম উন্নয়ন কো-অপারেটিভ সোসাইটি লি.
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামুনুর রহমান মামুন, এনসিপি’র সদস্য মো. রাশেদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদ আহমেদ আকন্দ ও সারহাদ আহমেদ আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য সুলতান আহমেদ ময়নাসহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সমবায় সদস্যরা।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও সমবায়ের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান।আলোচনা শেষে পাঁচজনকে এক লাখ টাকা করে সমবায় ঋণ দেওয়া হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন