শেরপুরের নকলায় বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ পাড়ায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
প্রশাসন জানায়, কন্যার প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও বাল্যবিবাহের স্পষ্ট প্রমাণ মিললে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৭ (১) ধারায় কনের বাবা মনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকারনামাও নেওয়া হয়।
বাল্যবিবাহ রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছে। বাল্যবিবাহের আয়োজন বা সম্পন্নের নিশ্চিত প্রমাণ পাওয়া গেলে অভিভাবক, বরপক্ষ, আয়োজক এবং প্রয়োজনে নিকাহ রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ এপ্রিল নকলাকে শেরপুর জেলার প্রথম বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হলেও গোপনে বাল্যবিবাহের ঘটনাসমূহ এখনও ঘটছে বলে অভিযোগ পাওয়া যায়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন