শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বর্ণিল হাফ ম্যারাথন: পর্বতারোহী, বক্সার, আয়রনম্যান থেকে এমপি প্রার্থী—সবাই মিলে দৌড়ের উৎসব

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত সড়কে শুক্রবার ভোরে অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দ্বিতীয় হাফ ম্যারাথন। ‘শেরপুর রানার্স কমিউনিটি’ আয়োজিত এই দৌড় উৎসবে চারটি ক্যাটাগরিতে—১, ৫, ১০ ও ২১ কিলোমিটার—দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৮০০–র বেশি নারী, পুরুষ ও শিশু অংশ নেন। পাহাড়ি নীরবতা, সবুজ প্রকৃতি ও মানুষের ঢল মিলে পুরো আয়োজনটি হয়ে ওঠে এক বিশেষ অভিজ্ঞতা।
এই ম্যারাথনের প্রস্তুতি হিসেবে ১২ নভেম্বর শেরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ‘মিট দ্য প্রেস’, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পরিবেশবান্ধব উদ্যোগের পথিকৃত রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সভাপতি কাজন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র সহ-সভাপতি বঙ্গীয় রহমান মনি, সহ-সভাপতি মিল্টন এবং সহকারী কার্যকরী কমিটির সদস্যরা। এ ছাড়া ১৩ নভেম্বর শেরপুর শিল্পকলা একাডেমিতে দৌড়বিদদের ম্যারাথন সামগ্রী বিতরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন অংশগ্রহণকারীদের আরও উৎসাহিত করে।
ম্যারাথন দিবসে সকাল ছয়টায় রাংটিয়া স্কুল প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়। রাস্তার বিভিন্ন মোড়ে স্বেচ্ছাসেবকেরা পানি, স্যালাইন, খাবারসহ সহায়তা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। পুরো রুটে ছিল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা টিম। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন দেশের পরিচিত খেলোয়াড় ও অভিযাত্রী। এভারেস্টজয়ী পর্বতারোহী ও চিকিৎসক বাবর আলী বলেন, “স্বপ্নের পাশাপাশি কঠোর পরিশ্রম জরুরি। সুস্থ থাকতে দৌড় অপরিহার্য।” ডায়াবেটিস জয় করে আয়রনম্যান খেতাব পাওয়া আরিফুর রহমান জানান, “নিয়মিত ব্যায়ামই আমাকে সুস্থতার পথে ফিরিয়েছে। আজ আমি সবচেয়ে সুখী মানুষ।” ঢাকার অভিজ্ঞ রানার ৫৫ বছর বয়সী খায়রুল ইসলাম বলেন, “দৌড়ই শরীরকে ওষুধমুক্ত রাখে।” তিনি ১০ কিলোমিটারে দ্বিতীয় এবং ২১ কিলোমিটার ৪৫ ঊর্ধ্ব গ্রুপে প্রথম হন। এশিয়ান বক্সিং ফেডারেশনের টাইটেলধারী সুর কৃষ্ণ চাকমা পাহাড়ি পরিবেশে ২১ কিলোমিটার দৌড়ে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন।
উৎসবমুখর এই দৌড়ে অংশ নেন শেরপুরের বিভিন্ন আসনের জন প্রতিনিধিরাও—শেরপুর-৩ আসনের বিএনপির এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, সদর আসনের বিএনপির এমপি প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে এবং শেরপুরকে নতুনভাবে পরিচিত করে।
আয়োজকদের মতে, পুরো অনুষ্ঠানটিকে সফল করতে এক মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়। শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও আয়রনম্যান আল-আমিন সেলিম বলেন, “আমরা চাই দৌড়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ রাখতে এবং শেরপুরকে দেশব্যাপী পরিচিত করতে।” প্রধান সমন্বয়কারী রাজিয়া সামাদ ডালিয়া জানান, আয়োজনে সবার অংশগ্রহণ ও সহযোগিতা পুরো ইভেন্টটিকে স্মরণীয় করে তুলেছে।
পুরস্কার হিসেবে ১ কিলোমিটার শিশু ক্যাটাগরিতে সবাইকে পুরস্কৃত করা হয়। ৫ কিলোমিটার দৌড়ে নারী বিভাগে মাফিয়া ইসলাম এবং পুরুষ বিভাগে রানা মিয়া, ১০ কিলোমিটারে নারী বিভাগে রিক্তা দেবা ও পুরুষ বিভাগে হৃদয় মিয়া, ২১ কিলোমিটারে নারী বিভাগে ফাতেমা আনজুম এবং পুরুষ বিভাগে মো. রহমান প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় থেকে চতুর্থ স্থান অধিকারীদের নগদ অর্থ, সনদ, মেডেল ও ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।
আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)