লাইসেন্স ফি কমানোসহ ৫ দফা দাবিতে জামালপুরে ইজিবাইক ও রিকশা চালকরা সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘট কর্মসূচি পালন করছে। রবিবার (২ নভেম্বর) সকাল থেকে জেলা শহরের সব ধরনের ইজিবাইক ও রিকশা চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ এ ধর্মঘটের কারণে শহরে পরিবহন সংকট দেখা দিয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রিকশা ও ইজিবাইক চালক-মালিকরা জানান, পৌরসভার হয়রানি বন্ধ, বর্তমান লাইসেন্স ফি থেকে এক হাজার টাকা কমানো এবং চলতি অর্থবছরেই তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি, রিকশা বা ইজিবাইকে আলাদা রং নির্ধারণ না করা ও অন্য জেলার রিকশা জামালপুর শহরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি তোলেন।
তাদের আরও দাবি, সপ্তাহের সাত দিনই রিকশা ও ইজিবাইক চালানোর অনুমতি দিতে হবে।
চালক-মালিকদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।
অন্যদিকে, রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ থাকায় ব্যক্তিগত পরিবহন ছাড়া শহরে যাতায়াতের কোনো উপায় নেই বলে জানায় যাত্রী সাধারণ। ফলে শহরজুড়ে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন