ময়মনসিংহ বিভাগে “শ্রেষ্ঠ জেলা প্রশাসক” সম্মানে ভূষিত শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
ময়মনসিংহ বিভাগের ২০২৪–২৫ অর্থবছরের জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক “শ্রেষ্ঠ জেলা প্রশাসক” নির্বাচিত হয়েছেন শেরপুরের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। জেলা প্রশাসন শেরপুরের পক্ষ থেকে তাঁর এই অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এই সম্মাননা এসেছে তাঁর প্রশাসনিক দক্ষতা, উদ্ভাবনী উদ্যোগ এবং জনসেবার প্রতি আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ। ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে তিনি যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, তা এ স্বীকৃতিতে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখলমুক্তকরণ ও অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে শেরপুর জেলায় দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে। পাশাপাশি খাস জমি সংরক্ষণ, ভূমিদস্যু দমন ও রাজস্ব আদায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
জনসেবাকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে তিনি অটোমেটেড ভূমি সেবা চালু, ডিজিটাল ডাটাবেজ সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় অগ্রগতি ঘটিয়েছেন। এসব কার্যক্রম শেরপুর জেলাকে ভূমি সেবায় আরও আধুনিক ও নাগরিকবান্ধব করেছে।
জেলা প্রশাসন শেরপুর তাঁর এই গৌরবময় অর্জনে অত্যন্ত গর্বিত, এবং ভবিষ্যতের যাত্রায় তাঁর আরও সাফল্য কামনা করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)