ময়মনসিংহ বিভাগের ২০২৪–২৫ অর্থবছরের জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক “শ্রেষ্ঠ জেলা প্রশাসক” নির্বাচিত হয়েছেন শেরপুরের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। জেলা প্রশাসন শেরপুরের পক্ষ থেকে তাঁর এই অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এই সম্মাননা এসেছে তাঁর প্রশাসনিক দক্ষতা, উদ্ভাবনী উদ্যোগ এবং জনসেবার প্রতি আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ। ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে তিনি যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, তা এ স্বীকৃতিতে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখলমুক্তকরণ ও অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে শেরপুর জেলায় দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে। পাশাপাশি খাস জমি সংরক্ষণ, ভূমিদস্যু দমন ও রাজস্ব আদায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
জনসেবাকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে তিনি অটোমেটেড ভূমি সেবা চালু, ডিজিটাল ডাটাবেজ সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় অগ্রগতি ঘটিয়েছেন। এসব কার্যক্রম শেরপুর জেলাকে ভূমি সেবায় আরও আধুনিক ও নাগরিকবান্ধব করেছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন