বিশেষ সম্মাননায় ভূষিত সদর থানার এসআই মোঃ নজরুল ইসলাম।
শেরপুরের বহুল আলোচিত ক্লুলেস হত্যা মামলার জট খুলে দিয়ে তদন্তে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম। মামলার শুরু থেকেই ধৈর্য, দক্ষতা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঘটনাটির রহস্য উদ্ঘাটন করে তিনি অর্জন করেছেন পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রশংসা। ২৪ নবেম্বর পুলিশ সুপারের সভাকক্ষে পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ মূল্যায়ন সভায় এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এসআই নজরুল ইসলামকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। সভায় পুলিশ সুপার বলেন, “ক্লুলেস মামলার সফল তদন্ত শুধু পুলিশের সাফল্য নয়—এটি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এক অনন্য মাইলফলক।”
সংবর্ধনার মুহূর্তে সহকর্মীরা এসআই নজরুলের পেশাদারিত্ব, নিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির উচ্চ প্রশংসা করেন। তার এই অর্জন শেরপুর জেলা পুলিশকে আরও উৎসাহিত করবে বলেও উল্লেখ করা হয়।
এই বিশেষ সম্মাননা শুধুই একটি পদক নয় —এটি একজন দায়িত্বশীল, সৎ ও দক্ষ পুলিশ অফিসারের অধ্যবসায়, সততা এবং নিরলস পরিশ্রমের প্রতীক।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন