বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি।। 
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আবিকুল ইসলাম ফজল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ধানুয়া কামালপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর ছেলে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আবিকুল ইসলাম ফজল ঘরের কাঠের ধরনার সঙ্গে পাটের রশি দিয়ে ফাঁস নেন। তাঁর স্ত্রী নূরানি বেগম স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পরে বিষয়টি বকশীগঞ্জ থানা পুলিশকে জানান।এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)