শেরপুরে শাহীন স্কুল সজবরখিলা শাখায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) শেরপুরের শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল এবং সঞ্চালনা করেন শাহীন স্কুল শ্রীবরদী শাখার পরিচালক আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল জামালপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রধান ও শাহীন স্কুল অ্যান্ড কলেজ জামালপুর শাখার অধ্যক্ষ আব্দুল গফুর।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল — “প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞান-খুদা সীমিত করে তুলছে।” শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে উক্ত বিতর্কে অংশগ্রহণ করে। প্রাণবন্ত যুক্তি ও তর্কে সমৃদ্ধ এই প্রতিযোগিতায় পক্ষ দল বিজয়ী হয়।
বিতর্ক শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহীন স্কুল সজবরখিলা শাখার পরিচালক এনামুল হক, তিনানী শাখার পরিচালক খায়রুল ইসলাম, সকল সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের উৎসাহ, অভিভাবকদের আগ্রহ ও অতিথিদের প্রেরণাদায়ক বক্তব্যে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। এছাড়াও স্কুলে আসে না ছোট ছোট শিশু বাচ্চারা তাদের স্কুলে আসার উৎসাহিত করা, স্কুলের সাথে পরিচিতি, স্কুল সম্বন্ধে ধারণা করার জন্য স্কুলকে সুন্দর সাজে সজ্জিত করা হয়। এর আগে তাদের একটা চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার ও সকল শিশুদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)