শেরপুরে হঠাৎ করেই রাতের অন্ধকারে ঝটিকা মশাল মিছিল করে আলোচনায় আসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের বকশীগঞ্জ হাইওয়ে রোডের মাছপাড়া কেন্দুয়ার চর এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় জানা যায়, আওয়ামী লীগ নামধারী কিছু ব্যক্তি, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে “শেরপুর জেলা আওয়ামী লীগ” নামের পেজ ও অ্যাকাউন্ট ব্যবহার করে সক্রিয়, তারাই মশাল মিছিলের আয়োজন করে। এতে অংশ নেয় জেলা ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একই স্থানে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা। এ সময় নেতৃত্ব দেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু এবং জেলা যুবদলের নেতা পারভেজ।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযুক্তদের শনাক্ত করে ধরতে অভিযান চলছে।”
শহরবাসীর অনেকে জানিয়েছেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ এর নামে প্রচারণা চলছে, সেগুলো পর্যবেক্ষণ করলে সহজেই দায়ীদের শনাক্ত করা সম্ভব হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের এমন প্রকাশ্য কর্মকাণ্ড আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন