শেরপুরে মাসসেরা তদন্ত কর্মকর্তা নির্বাচিত সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
পুলিশ সুপারের মূল্যায়ন সভায় বিশেষ সম্মাননা প্রদান। শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ ও কর্মসম্পাদন মূল্যায়ন সভায় জেলার সেরা তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান। ২৪ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এ সভায় তাঁর দক্ষতা, দায়িত্বশীলতা ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর সাফল্যমণ্ডিত তদন্তের জন্য তাঁকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পুলিশ প্রশাসনের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনের মাধ্যমে পরিদর্শক জাহাঙ্গীর আলম খান শেরপুর জেলা পুলিশের তদন্ত অঙ্গনে নতুন মানদণ্ড স্থাপন করেছেন। বিভিন্ন জটিল ও স্পর্শকাতর মামলার দ্রুত ও নির্ভুল তদন্ত পরিচালনার জন্য সহকর্মীদের কাছেও তিনি অন্যতম আস্থার নাম।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম; জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “পরিদর্শক জাহাঙ্গীর আলম খানের তদন্ত দক্ষতা শেরপুর জেলা পুলিশের গর্ব। তাঁর পেশাদারিত্ব নতুনদের অনুপ্রাণিত করবে এবং তদন্ত কার্যক্রমে আরও গতি আনবে।”এই সম্মাননা তাঁর দীর্ঘদিনের নিষ্ঠাবান সেবা, সততা এবং তদন্ত দক্ষতার এক উজ্জ্বল স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। জাহাঙ্গীর আলম এবার নিয়ে টানা পাঁচবার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)