শেরপুর জেলার নকলা উপজেলার ধনাকুশা পুরাতন বাজার এলাকায় শনিবার রাতে ৯ বোতল ভারতীয় মদসহ মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার হানিফ মিয়া (৪০) এবং আন্ধারিয়া বানিয়াপাড়া এলাকার মো. নুরুজ্জামান (৪৫)।
নকলা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় একটি মোটরসাইকেল গতিরোধ করা হয়। মোটরসাইকেলের চালক ও আরোহীর কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে, দুই জনকে আটক করা হয় এবং রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনায় পুলিশ আরও জানায়, মদ পাচারের চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন