শেরপুরের শ্রীবরদী পৌর শহরের থানা রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে একটি নতুন গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ধানের শীষের প্রার্থী, তিনবারের সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেল।
শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফির সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকনুজ্জামান রুকনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী মিসেস ফরিদা হক দিপা, শ্রীবরদী সরকারি কলেজের প্রভাষক রিফাত আহমেদ, এবং তরুণ সমাজসেবী ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব এসএম সোহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের নেতা তাহাজুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে শ্রীবরদী পৌর এলাকায় শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন বক্তারা, ছাত্রদের মধ্যে জ্ঞানের বিস্তার এবং সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন