শেরপুর, ০৪ নভেম্বর ২০২৫ — শেরপুর জেলা পুলিশের এক কর্মকর্তা পদোন্নতি পাওয়ায় জেলা পুলিশ পরিবারে আনন্দের জোয়ার বইছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসআই (সশস্ত্র) পদ থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ আক্তারুজ্জামান-কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ আক্তারুজ্জামান বলেন, “এই মর্যাদাপূর্ণ পদোন্নতি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে আরও অনুপ্রাণিত করবে। আমি গর্বিত, আনন্দিত ও কৃতজ্ঞ জেলা পুলিশ সুপার মহোদয়সহ আমার সকল সহকর্মীদের প্রতি।”
এসময় পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম নবপদোন্নত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “এ পদোন্নতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে এবং কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার অনুপ্রেরণা হয়ে থাকবে।”
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। জেলা পুলিশ পরিবার নবপদোন্নত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন