শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জননন্দিত নেতা শফিকুল ইসলাম মাসুদ–এর পক্ষ থেকে সোমবার (২৪ নভেম্বর ২০২৫) ০৬ নং পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা বাজারে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিল ও গণসংযোগ।
বিকাল তিনটা থেকেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল নিয়ে শহরের থানা মোড় মাসুদের অফিসে জড়ো হয়ে চৈতনখিলা বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে মধ্যে মাসুদের ছবি সম্মিলিত প্লেকার্ড নিয়ে মহু মহু স্লোগানে মোটরসাইকেল শুভা যাত্রাটি প্রচারণায় জোয়ার তোলেন মাসুদের । পরে দীর্ঘ শোভাযাত্রা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা–কর্মী। তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতাকর্মীরা জানান, জননেতা শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে বিএনপির সংগঠন আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে বলে তাদের আশা।
স্থানীয় বাজার ও পথচারীদের সাথে গণসংযোগকালে দলের নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের সমস্যা ও বিএনপির লক্ষ্য-অবস্থান তুলে ধরেন। সাধারণ মানুষও মিছিল–সমাবেশে স্বতঃস্ফূর্ত সাড়া দেন।
চৈতনখিলা বাজারঘেরা পুরো কর্মসূচি উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন