শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর শহর ও থানা শ্রমিক দলের উদ্যোগে শেরপুর সদর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে নিয়ে এক প্রাণবন্ত পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের নির্দেশে ২৩ নভেম্বর রবিবার রাতে শেরপুর থানার মোড়স্থ মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়।সভাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে মিছিলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমবেত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম। উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এম এম মামুনুর রশিদ পলাশ।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি বর্তমান নির্বাচন, গণসংযোগ কার্যক্রম এবং জনগণের প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অতিথি বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—
শেরপুর শহর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মাসুদর রহমান নয়ন
শেরপুর থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন আলী
শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাদশা
সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এবং সঞ্চালনা করেন সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ হারুন।
আলোচনা সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনের করণীয়, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং ভোটারদের প্রত্যাশা তুলে ধরা হয়। নেতৃবৃন্দ প্রিয়াঙ্কার পক্ষে সর্বাত্মক গণসংযোগ এবং দলীয় ঐক্য জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রার্থীর সমর্থনে শ্রমিক দলের এমন উদ্দীপনামূলক আয়োজন নির্বাচনপূর্ব মাঠপর্যায়ে নতুন গতি সঞ্চার করেছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন