শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার মোরসালিন মেহেদীর নিজ দপ্তরে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় তার উপর ন্যাক্কারজনক হামলার ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি। আজ ৯ নভেম্বর রবিবার বিকেল ৩ টায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিসিএস (কৃষি) আ, খা, ম, মুর্শেদুর রহমান, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মঞ্জুরুল কাদির, জেলা প্রাণী সম্পদ অফিসার ছানোয়ার হোসেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ, জামালপুর সদর এর কৃষি কর্মকর্তা এমদাদুল হক, দেওয়ানগঞ্জ কৃষি কর্মকর্তা মো: রতন মিয়া, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার পিকন কুমার সাহা, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াছমিন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) এ.এল.এম. রেজুয়ান, সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সিরাজুস সালেহীন, জেলা মৎস্য অফিসার আশরাফুল আলম, মেলান্দহ কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, মাদারগঞ্জ কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা গণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা রবি মৌসুমের প্রণোদনা বিতরণ কালে একজন দুষ্কৃতিকারী অতর্কিতভাবে তার ওপর হামলা করে। এই হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমরা সরকারি কাজ পালন করতে গিয়ে এই ধরনের হামলার শিকার হবো এইটা মোটেও কাম্য নয়। তিনি আরও বলেন, আমাদের দাবি দোষী ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়। শুধু দলীয় পদ থেকে বহিষ্কার করলেই হবে না। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যাতে বাংলাদেশের কোথাও এই ধরনের অপরাধ করতে কেউ আর সাহস না পায়। আমরা সরকারি কর্মকর্তারা সরকারের বিধি-বিধান মেনেই কাজ করি। কেউ সরকারি কাজে ব্যাঘাত ঘটাবে এটা কাম্য নয়। প্রশাসনকে উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসনের কার্যক্রমে আমরা মোটেও সন্তুষ্ট নই। আমাদের দাবি ছিল দুষ্কৃতিকারীদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার কিন্তু এখন পর্যন্ত প্রশাসন তাকে গ্রেফতার করতে পারে নাই। নকলা উপজেলা কৃষি অফিসার বাদী হয়ে হামলাকারীর বিরুদ্ধে নকলা থানায় একটি মামলা করেছে বলে জানান তিনি।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন