শেরপুর জেলা পুলিশের তিনজন চৌকস ও কর্মদক্ষ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে বদলি জনিত কারণে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনা প্রাপ্ত কর্মকর্তারা হলেন— জেলা পুলিশের রিজার্ভ অফিসের আরওআই জনাব মোঃ লুৎফর রহমান, নকলা থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান এবং শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার জাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। তিনি বিদায়ী কর্মকর্তাদের মেধাবী, চৌকস ও পেশাদার অফিসার হিসেবে প্রশংসা করেন এবং তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি ছিল আবেগঘন, সৌহার্দ্যপূর্ণ এবং সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য প্রকাশ।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন