যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
আজ মহান বিজয় দিবস ২০২৫ শেরপুর জেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটির সূচনা হয় ভোর ৬টা ৩৮ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর শহরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর তরফদার মাহমুদুর রহমান এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণকালে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার এক অবিস্মরণীয় প্রতীক। এই দিনটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার অনুপ্রেরণা জোগায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)