শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘জনতার সংসদ’ আমার চোখে আগামীর শেরপুর শীর্ষক বিশেষ বিতর্ক সংলাপ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের খরমপুর এলাকার নির্ঝর কমিউনিটি সেন্টারে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ) শেরপুরের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশগ্রহণ করেন। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল বক্তব্য দেন। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ও জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি অংশ নেন। এছাড়া শেরপুর-১ (সদর) আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম এবং এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া সংলাপে উপস্থিত ছিলেন।
এমএএফ শেরপুরের সাধারণ সম্পাদক আবু রায়হান রূপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ শেরপুরের মডারেটর মাসুদ হাসান বাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিএফ শেরপুরের উপদেষ্টা এমদাদুল হক রিপন।
সংলাপে প্রার্থীরা শেরপুর জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে এনডিএফ সদস্যদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন তারা।
অনুষ্ঠানে এমএএফ ও এনডিএফ-এর অন্যান্য সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জনসম্পৃক্ত এই বিতর্ক সংলাপ শেরপুরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন