সাংবাদিক রাশেদুল ইসলাম রনির বাবার ইন্তেকাল, মাঝপাড়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মোঃ সাইদুর রহমান সাদী \
জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রাশেদুল ইসলাম রনি’র সম্মানিত পিতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা নামাজ আজ ২৮ ডিসেম্বর এশার নামাজের পর বকশীগঞ্জ উপজেলার মাঝপাড়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী, মুসল্লি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় মরহুমের ছেলে সাংবাদিক রাশেদুল ইসলাম রনি আবেগঘন কণ্ঠে বলেন, তাঁর বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। সীমিত সামর্থ্যের মাঝেও তিনি পাঁচ ভাইকে মানুষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি গ্রামের বাড়িতেই বসবাস করতেন। তিনি আরও বলেন, “আমি তখন জামালপুরে থাকতাম, পরে আবার গ্রামের বাড়ি বকশীগঞ্জে চলে আসি। কাছ থেকে দেখেছি—নিজের কষ্টের কথা কখনো না ভেবে তিনি সবসময় গ্রামের মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখতেন। কারও দুঃখে পাশে দাঁড়ানো, কারও বিপদে ছুটে যাওয়া—এটাই ছিল তাঁর স্বভাব।”
তিনি স্মৃতিচারণ করে বলেন, “আমি যখন দেরি করে রাতে বাড়ি ফিরতাম, আব্বা বারবার ফোন করতেন—‘কোথায় আছিস, তাড়াতাড়ি বাড়িতে আয়।’ কঠিন কণ্ঠের আড়ালে লুকিয়ে থাকত অগাধ মায়া আর গভীর দুশ্চিন্তা। তখন হয়তো বুঝিনি, আজ বুঝি—এই কথাগুলোর প্রতিটাই ছিল নিঃশব্দ ভালোবাসা।”
সাংবাদিক রনি আরও জানান, বাইরে থেকে তাঁর বাবা খুব দৃঢ় মনে হলেও ভেতরে ছিলেন অসম্ভব নরম ও মমতাময় একজন মানুষ। দুঃখজনকভাবে, গত এক মাস ১৫ দিন ধরে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।
এ সময় তিনি আরও বলেন, “এর মধ্যেই পাঁচ দিন আগে আমার আপন ফুফু ইন্তেকাল করেছেন। সেই খবরটি আব্বা জানতেন না। বলার মতো অবস্থাও ছিল না। হয়তো তিনি কখনোই জানবেন না—তাঁর প্রিয় বোন আর এই দুনিয়াতে নেই। এই বাস্তবতা আমাদের বুকের ভেতর কাঁদে।”
শেষে তিনি সকলের উদ্দেশে বলেন, “আমার আব্বা যদি জীবদ্দশায় কাউকে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ ওয়াস্তে সবাই তাঁকে ক্ষমা করে দেবেন।”
মরহুমের ইন্তেকালে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)