শেরপুর সদর উপজেলায় বৌভাত শেষে বাবার বাড়ি ফেরার পথে নববধূর অটোরিকশা থামিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই ভরুয়াপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাতশালা ইউনিয়নের বয়ড়া এলাকার আজহার আলীর কন্যা আলমিনার সঙ্গে পাকুরিয়া ইউনিয়নের গণই ভরুয়াপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে স্বাধীন মিয়ার বিয়ে হয়। বিয়ের পরদিন বৌভাতের অনুষ্ঠান শেষে নববধূ আলমিনা স্বামীসহ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে অটোরিকশাযোগে রওনা দেন।
পথে গণই ভরুয়াপাড়া মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে নববধূর শরীরে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে কনের বাবা আজহার আলী বলেন, “আমার মেয়ের সঙ্গে এমন ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
বর স্বাধীন মিয়া জানান, “এই ঘটনার সঙ্গে আমাদের পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানাই।”
স্থানীয়দের মতে, বিয়ের সময় দুই পক্ষের কিছু লোকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছিল। সে কারণে শান্তি বজায় রাখতে পারস্পরিক সিদ্ধান্তে কনেপক্ষের কেউ বৌভাতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে ওই ঘটনার সঙ্গে ছিনতাইয়ের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শিগগিরই থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানা গেছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন