‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা সভাপতিত্ব করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন সভাটি সঞ্চালনা করেন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাকিবুর রহমান, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা তাসলিমা বেগম, সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবু, রাশেদুল ইসলাম রনি, এমদাদুল হক লালনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়লে দেশের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন