১৬ ডিসেম্বর ১৪.৪৫ ঘটিকার সময় শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঞাঁ, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর নাছরিন আক্তার এর সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার এলআইসি টিমের তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজশাহী হতে শেরপুর জেলার শেরপুর সদর থানাধীন কুসুমহাটী এলাকায় আসার পথে শেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রেজাউল ইসলাম খান এর টিম সহ শেরপুর জেলার শেরপুর সদর থানাধীন সাতপাকিয়া ব্রীজ মোড়স্থ মেসার্স লিপি টেলিকম এর সামনে পাকা রাস্তার উপর হইতে পলিব্যাগ ভর্তি অবস্থায় ৫২ গ্রাম (পলিসহ) হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে বহন করার দায়ে ১। মোঃ আশিফ আলী (২৩), পিতা- মোঃ আব্দুল খালেক, মাতা- মোসাঃ আসমা বেগম, সাং- ভগবন্তপুর, ডাকঘর- গোদাগাড়ী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী-কে আটক করিতে সক্ষম হয়। উক্ত বিষয়ে এসআই শুভ্র চন্দ্র দে বাদী হইয়া শেরপুর সদর থানার মামলা করেন। মামলা নং-৩০, তারিখ-১৬/১২/২০২৫ খ্রিঃ। ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ৮(গ)/৪১ দায়ের করেন। জিজ্ঞাসাবাদ শেষে পরের দিন জেলা আদালতে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন