নালিতাবাড়ীতে বাস পোড়ানোর মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না | শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের নালিতাবাড়ীতে বাস পোড়ানোর একটি মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) পৌরশহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার আনন্দ মিছিল চলাকালে শহরের বাজার ছিটপাড়া এলাকায় অবস্থিত ঢাকা বাস স্টেশনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা সেখানে দাঁড়িয়ে থাকা ১৩টি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর বাস শ্রমিক সংগ্রাম মল্লিক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে মহিউদ্দিন রানার নাম অন্তর্ভুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “মহিউদ্দিন রানাকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাকে শেরপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।” আদালত জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে। আদালতের পরবর্তী নির্দেশনার দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)