শেরপুর সদর পৌরসভার বিভিন্ন মার্কেটের দোকান ভাড়া বৃদ্ধির প্রস্তাবকে কেন্দ্র করে পৌর প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকার সঙ্গে ব্যবসায়ী মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় শেরপুর সদর পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুর সদর পৌরসভার আওতাধীন সকল পৌর মার্কেটের ব্যবসায়ী মালিকরা অংশ নেন। জানা যায়, সম্প্রতি পৌর প্রশাসনের উদ্যোগে পৌরসভায় অবস্থিত দোকানগুলোর ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয় এবং ভাড়া বৃদ্ধির একটি প্রস্তাবনা তৈরি করা হয়। প্রস্তাবনায় বর্তমান ভাড়ার তুলনায় তিন থেকে চার গুণ পর্যন্ত ভাড়া বৃদ্ধির বিষয়টি উল্লেখ থাকায় ব্যবসায়ী মহলে ব্যাপক উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়।
এর প্রতিবাদে রবিবার বিকেল ৩টা থেকে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখে পৌরসভা কার্যালয়ে গিয়ে প্রশাসকের সামনে অবস্থান নেন। এ সময় পরিস্থিতি শান্ত রাখতে এবং সমস্যার সমাধানে প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী মালিকদের একটি তাৎক্ষণিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা ভাড়া বৃদ্ধির প্রস্তাবকে অযৌক্তিক ও ব্যবসাবান্ধব নয় বলে দাবি করেন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি তাদের জন্য কঠিন হবে বলে জানান। পৌর প্রশাসক মনোযোগ সহকারে ব্যবসায়ীদের বক্তব্য শোনেন এবং বিষয়টি পুনর্বিবেচনা করে সকল পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. এমদাদুল হক হীরা, সাধারণ সম্পাদক এম.এ. মাসুদ, শেরপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়না এবং প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির।
মতবিনিময় সভা শেষে ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহার করেন এবং প্রশাসনের আশ্বাসে আপাতত সন্তোষ প্রকাশ করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন