জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিবুল্লাহ (৫২) এবং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহার আলী (৫৫)-সহ দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালীবাগ এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়। অপরদিকে, মঙ্গলবার রাতের অভিযানে মোজাহার আলীকে গ্রেফতার করে পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুকবুল হোসেন বলেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা মামলায় তাদেরকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন