শেরপুর সদরে অবৈধ ৪ ইটভাটায় অভিযান : কাঁচা ইট ধ্বংস ও ১৪ লাখ টাকা জরিমানা আদায়

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতানা আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার সদর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ইটভাটা থেকে মোট ১৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলামসহ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিম্নলিখিত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়—
১. জিহান জিগজ্যাগ অটো ব্রিকস-০৫, সুলতানপুর, বাজিতখিলা, শেরপুর সদর — জরিমানা ৩ লাখ ৫০ হাজার টাকা।
২. মেসার্স এ এইচ ব্রিকস, নৌহাটা, শেরপুর সদর — জরিমানা ৩ লাখ ৫০ হাজার টাকা।
৩. মেসার্স মুন ব্রিকস, কান্দিপাড়া, মির্জাপুর, বাজিতখিলা, শেরপুর সদর — জরিমানা ৩ লাখ ৫০ হাজার টাকা।
৪. মেসার্স আর ইউ বি ব্রিকস, নওহাটা, তাতালপুর, শেরপুর সদর — জরিমানা ৩ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভবিষ্যতে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)