শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন: মেধাবী শিক্ষক প্যানেল গড়ার প্রত্যয়

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক \ 
জামালপুর জেলার প্রথম ও একমাত্র ISO সনদপ্রাপ্ত অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে গত ২২ ডিসেম্বর অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে যোগ্য ও মেধাবী প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে লিখিত, মৌখিক এবং ডেমো—এই তিন ধাপের একটি স্বচ্ছ যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হয়।
শিক্ষার মানোন্নয়ন এবং আগামী শিক্ষাবর্ষের জন্য একটি দক্ষ শিক্ষক প্যানেল তৈরির লক্ষ্যে আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়ায় সার্বক্ষণিক উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি গ্রুপ ক্যাপ্টেন শেখ মো: শফিকুল ইসলাম, পিএসসি (অব.)। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়োগ বোর্ড অত্যন্ত সতর্কতার সাথে যোগ্য প্রার্থী নির্বাচন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, নির্বাহী অধ্যক্ষ মেজর মাসুকুর রহমান হিমেল (অব.), উপাধ্যক্ষ (এডমিন) জনাব হুমায়ুন কবীর, উপাধ্যক্ষ (একাডেমিক) জনাব মো: মোজাম্মেল হক এবং প্রধান শিক্ষক জনাব সালমা আক্তার। এছাড়া নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিষ্ঠানের সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নিয়োগ বোর্ড সংশ্লিষ্টরা জানান, মেধা, পেশাগত যোগ্যতা এবং সৃজনশীল উদ্যমের সমন্বয়ে এক ঝাঁক তরুণ ও কর্মদীপ্ত শিক্ষক প্যানেল গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। এই নতুন শিক্ষক প্যানেলই হবে প্রতিষ্ঠানের এগিয়ে চলার মূল অনুপ্রেরণা।
শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ আধুনিক ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভালো কিছু করার এই দৃপ্ত প্রত্যয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)