শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক \ 
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জামালপুর সদর উপজেলার বেলটিয়ায় অবস্থিত শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৪ ডিসেম্বর বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সহ-সভাপতি জনাব শেখ মো: জুলফোক্কার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অধ্যক্ষ মেজর মাসুকুর রহমান হিমেল (অব.)। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপাধ্যক্ষ (এডমিন) জনাব হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ (একাডেমিক) জনাব মো: মোজাম্মেল হক এবং প্রধান শিক্ষক জনাব সালমা আক্তার। এছাড়াও প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দসহ প্রাথমিক ও মাধ্যমিক শাখার সকল সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে নির্বাহী অধ্যক্ষ মেজর মাসুকুর রহমান হিমেল (অব.) শিক্ষার্থীদের শিক্ষা ও শৃঙ্খলার মান উন্নয়নে প্রতিষ্ঠানের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জনাব মানসী গোস্বামী।
সভাপতির বক্তব্যে জনাব শেখ মো: জুলফোক্কার রহমান অভিভাবকদের উদ্দেশ্যে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।” তিনি আরও ঘোষণা করেন যে, আগামী ২০২৬ শিক্ষাবর্ষকে আরও গতিশীল করতে একঝাঁক মেধাবী ও কর্ম-উদ্দীপ্ত তরুণ শিক্ষকের সমন্বয়ে নতুন উদ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে মেধা ও বিশেষ কৃতিত্বের পুরস্কার বিতরণ করা হয়। ফলাফল হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত ছিল, তেমনি তাদের সন্তানদের সাফল্যে অভিভাবকদের মাঝেও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)