জামালপুর শহরে ব্যাটারি চালিত অটোরিকশার লাগামহীন চলাচলে দিন দিন বাড়ছে ভোগান্তি। অনিয়ন্ত্রিত গতি, ট্রাফিক আইন না মানা ও যত্রতত্র চলাচলের কারণে সড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। এতে পথচারী, যানচালক ও সাধারণ নগরবাসী সবাই পড়ছেন চরম দুর্ভোগে।
শহরের প্রধান সড়ক, বাজার এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও ব্যস্ত মোড়গুলোতে ব্যাটারি চালিত অটোরিকশার আধিক্য চোখে পড়ার মতো। অনেক চালক নির্দিষ্ট লেন না মেনে হঠাৎ করে গাড়ি থামাচ্ছেন বা মোড় ঘুরছেন, যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে যানজট নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
নগরবাসীরা অভিযোগ করছেন, অটোরিকশার চালকদের একটি বড় অংশের নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ কিংবা লাইসেন্স। ফলে তারা ট্রাফিক সিগন্যাল, একমুখী সড়ক কিংবা পথচারীর অধিকার সম্পর্কে উদাসীন। এতে শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন। অনেক সময় রাস্তা পার হতে গিয়ে পথচারীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানচালকরাও এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, সংকীর্ণ সড়কে অতিরিক্ত অটোরিকশার কারণে চলাচল কঠিন হয়ে উঠেছে। হঠাৎ ব্রেক করা কিংবা বেপরোয়া ওভারটেকের কারণে ছোটখাটো সংঘর্ষ প্রায়ই ঘটছে, যা বড় দুর্ঘটনায় রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করছে।
শহরের ব্যবসায়ীরাও এই সমস্যার প্রভাব অনুভব করছেন। যানজটের কারণে ক্রেতারা বাজারে আসতে অনীহা দেখাচ্ছেন বলে তারা জানান। এতে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শহরের স্বাভাবিক গতি মন্থর হয়ে পড়ছে।
ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা স্বীকার করছেন, ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণের অভাবে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। নির্দিষ্ট রুট, স্ট্যান্ড ও নিবন্ধনের অভাব থাকায় এ যানগুলো কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
সচেতন মহলের দাবি, দ্রুত অটোরিকশার জন্য আলাদা নীতিমালা প্রণয়ন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ বাধ্যতামূলক করা এবং নির্দিষ্ট স্ট্যান্ড ও রুট নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে নিয়মিত অভিযান ও জনসচেতনতা বাড়ানো না হলে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশার দাপট কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন জামালপুর শহরের সময়ের দাবি—এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন