জামালপুর জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মোঃ সাইদুর রহমান সাদী \ 
জামালপুর জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ ডিসেম্বর শুক্রবার জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি হাজমপাড়া গ্রামে শীতার্ত ও দারিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুপ আলী। তিনি নিজে ঘরে ঘরে গিয়ে শীতার্ত অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা যায়। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজনীন আখতার। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও সহযোগিতা করেন।
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুপ আলী বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক কর্তব্য, আর সেই দায়িত্ববোধ থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা জেলা ও উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)